এশিয়া কাপে বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারবে না বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এমনটাই জানিয়েছেন তিনি।
চোপড়া বলেন, ‘তারা (বাংলাদেশ) লিটন দাসের ওপর খুব বেশি নির্ভরশীল। লিটন অবশ্যই মানসম্পন্ন ব্যাটার, কিন্তু তিনি সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তিনি অধিনায়ক, তাই দল তাকেই ভরসা করছে। কিন্তু সেই ভরসা কখনো কখনো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। বড় ম্যাচে বাংলাদেশ অনেক সময় নার্ভাস হয়ে যায়। ’
তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যাটিং লাইনআপে হার্ড হিটার ব্যাটসম্যান খুব কম। ২০২৫ সালের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রেক্ষাপটে যেখানে প্রতিদ্বন্দ্বীরা ২১০-২২০ রান তোলার মানসিকতা নিয়ে নামে, সেখানে বাংলাদেশ এখনো ১৬০-১৮০ রানের লক্ষ্য নিয়েই স্বাচ্ছন্দ্যবোধ করে।
চোপড়ার ভাষায়, ‘তাদের দলে এমন ব্যাটার হাতেগোনা এক-দুজন আছে, যাদের স্ট্রাইক রেট ১৪০ এর ওপরে। বাকি সবাই অনেক নিচে। এভাবে বড় দলের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন। ’
বাংলাদেশ একসময় বিশ্ব আসরে প্রতিপক্ষকে চমকে দিয়ে ‘আন্ডারডগ’ থেকে সাফল্য কুড়িয়েছিল এটাও মনে করিয়ে দেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে দলটা বড় আসরে শুধু অংশগ্রহণ করেই থেমে যাচ্ছে বলে মন্তব্য করেন এই সাবেক ওপেনার।
তার মতে, ‘বাংলাদেশের হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। তারা ২০০৭ সালে আমাদের (ভারতকে) টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল। কিন্তু এখন তারা শুধু অংশগ্রহণ করছে, প্রতিযোগী হিসেবে নামছে না। ’
ভিডিও'র শেষ দিকে আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেন, গ্রুপ ‘বি’ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কাই পরের পর্বে উঠবে। আর বাংলাদেশের গল্প শেষ হয়ে যাবে গ্রুপ পর্বেই।
এফবি/আরইউ