ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ৩, ২০২৫
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ফিফটির দেখা পেলেন টাইগার অধিনায়ক লিটন দাস। মাত্র ২৯ বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন তিনি।

তার এই ফিফটি শুধু জয়ের ভিতকেই মজবুত করেনি, বরং রেকর্ড বইয়েও নাম লিখিয়েছে।  

এ ইনিংসের মধ্য দিয়ে লিটন টি-টোয়েন্টিতে নিজের ১৪তম ফিফটির দেখা পেলেন, ভাঙলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সর্বোচ্চ ফিফটির রেকর্ড। সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩টি ফিফটির দেখা পান। ডাচদের বিপক্ষে ম্যাচেই সাকিবকে ছুঁয়েছিলেন লিটন, এবার ছাড়িয়ে গেলেন।  

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত সূচনা করেও থেমে যেতে হয়েছিল বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ফ্লাডলাইটের ত্রুটি, পরে বৃষ্টি বিপর্যয়ে খেলা থামে। তবে লিটনের ব্যাট থামেনি। বৃষ্টি থামার পর সাকিবের রেকর্ড ভেঙেই দলকে বড় ইনিংস উপহার দেয়ার পথেই হাঁটছেন।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।