ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো রেকর্ড দামে 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, আগস্ট ২৯, ২০২৫
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো রেকর্ড দামে 

অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি নিলামে বিক্রি হয়েছে চার লাখ মার্কিন ডলারেরও বেশি দামে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক এই জিনিসটির প্রতি বিডারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

 

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ডন ব্র্যাডম্যান ১৯২৮ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করেন। তার ক্যারিয়ারজুড়ে ব্যবহৃত ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার সেটিই উঠেছিল নিলামে যেখানে একাধিক ব্যক্তি টুপিটি পাওয়ার জন্য নিলামে অংশ নেন।  

শেষ পর্যন্ত টুপিটি বিক্রি হয়েছে চার লাখ ডলারেরও বেশি মূল্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকার সমান। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জাদুঘর ক্যাপটি নিজেদের সংগ্রহে নিয়েছে। তবে এটি কেনার অর্ধেক খরচ দিয়েছে ফেডারেল সরকার।

ক্যাপটি ১৯৪৬-৪৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পরেছিলেন ব্র্যাডম্যান। তার নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা।  

প্রচলিত আছে, ব্র্যাডম্যানের ১১টি ক্যাপ আছে, যার মধ্যে এটি একটি। তার আরেকটি ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে স্থান পেয়েছে। বাকি ৯টি এখনও ব্যক্তি মালিকানায় আছে।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।