ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দলের ব্যর্থতার দিনে বল হাতে সফল সাকিব 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, আগস্ট ২৮, ২০২৫
দলের ব্যর্থতার দিনে বল হাতে সফল সাকিব 

বল হাতে আবারও সাকিব আল হাসান চমক দেখালেন। চার ওভারের দারুণ বোলিংয়ে দিলেন মাত্র ২৫ রান, নিয়েছেন ১ উইকেটও।

নতুন বলে পাওয়ার প্লেতেই উইকেট তুলে নিলেন। তবে ব্যাটিংয়ে ছিলেন ব্যর্থ, ১৪ বলে তার নামের পাশে যোগ হয়েছে মাত্র ১৩ রান। ব্যাটিং ব্যর্থতার দিনে তার দলও হেরে গেছে।  

তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেটে ১৪৬ রান তোলে। ওপেনার জুয়েল অ্যান্ড্রুর ৪০, ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৭ ও উসামা মিরের ৩৪ রানে এই পুঁজি পায় দলটি। কিন্তু শেষ পর্যন্ত এই রান নাইট রাইডার্সের সামনে তেমন কোনো বাধা হয়েই দাঁড়ায়নি।  

অ্যালেক্স হেলসের অপরাজিত ৫৫ ও কিসি কার্টির ৬০ রানে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় নাইট রাইডার্স। দুই ব্যাটসম্যানের পাশাপাশি নিকোলাস পুরানও দেখান ঝলক। তার ব্যাট থেকে আসে ১১ বলে ২৩ রান।  

হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে সাকিবের ফ্যালকনস। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে তারা নাইট রাইডার্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।