বল হাতে আবারও সাকিব আল হাসান চমক দেখালেন। চার ওভারের দারুণ বোলিংয়ে দিলেন মাত্র ২৫ রান, নিয়েছেন ১ উইকেটও।
তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেটে ১৪৬ রান তোলে। ওপেনার জুয়েল অ্যান্ড্রুর ৪০, ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৭ ও উসামা মিরের ৩৪ রানে এই পুঁজি পায় দলটি। কিন্তু শেষ পর্যন্ত এই রান নাইট রাইডার্সের সামনে তেমন কোনো বাধা হয়েই দাঁড়ায়নি।
অ্যালেক্স হেলসের অপরাজিত ৫৫ ও কিসি কার্টির ৬০ রানে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় নাইট রাইডার্স। দুই ব্যাটসম্যানের পাশাপাশি নিকোলাস পুরানও দেখান ঝলক। তার ব্যাট থেকে আসে ১১ বলে ২৩ রান।
হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে সাকিবের ফ্যালকনস। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে তারা নাইট রাইডার্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে।
এফবি/আরইউ