ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এসএ-টুয়েন্টির নিলামে মাহমুদউল্লাহসহ ২৩ বাংলাদেশি 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, আগস্ট ২৭, ২০২৫
এসএ-টুয়েন্টির নিলামে মাহমুদউল্লাহসহ ২৩ বাংলাদেশি 

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ-টুয়েন্টি লিগের চতুর্থ আসরের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।  

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে লিগের মূল পর্ব। এর আগে আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে নিলাম। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এবারের নিলামে অংশ নেওয়ার জন্য মোট ৭৮২ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে পারবে মাত্র ৮৪ জন ক্রিকেটার। ফলে প্রায় ৯০ শতাংশ খেলোয়াড় দল পাবেন না।  

ক্রিকেটারদের মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩২৮ জন এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪৫৪ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ নাম জমা দিয়েছে ইংল্যান্ড, ১৫৩ জন। এর পরের অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। ৫০ জন উইন্ডিজ ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এছাড়া পাকিস্তানের ৪০ জন, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, যুক্তরাষ্ট্রের ২৪, ভারতের ১৩, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে।  

এছাড়াও নামিবিয়া, নেপাল, ওমান, মালাউইসহ আরও কয়েকটি ছোট দেশ থেকেও ক্রিকেটাররা নিলামে অংশ নিচ্ছেন।  

আসন্ন নিলামে ৬ ফ্র্যাঞ্চাইজি মিলে ৮৪ ক্রিকেটার দলে নিতে পারবে। এজন্য তারা সর্বমোট খরচ করতে পারবে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কারা সুযোগ পাবেন জানা যাবে আগামী ৯ সেপ্টেম্বর নিলামে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।