ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, আগস্ট ২৭, ২০২৫
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস দল

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি বুধবার সকালে ঢাকায় অবতরণের পরই দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।

পুরো সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ নয়। তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির সুযোগ হিসেবেই এটি আয়োজন করা হয়েছে। ফলে বড় টুর্নামেন্টের আগে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ অনুশীলনের সুযোগ এনে দেবে।

নেদারল্যান্ডসের কাছে সফরটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। এটাই তাদের প্রথমবার বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলা। এর আগে তারা একাধিকবার বাংলাদেশ সফর করলেও কখনো দুই দেশের মধ্যে আলাদা সিরিজ হয়নি। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ডাচরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় কয়েকটি ম্যাচ খেললেও সেটি বাংলাদেশ দলের বিপক্ষে ছিল না।

দুই দলের লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৫ বার, যার মধ্যে ৪ বার জয় পেয়েছে টাইগাররা। একমাত্র জয় পেয়েছিল নেদারল্যান্ডস, সেটি ঢাকায় ২০১২ সালের ম্যাচে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে।  

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।