ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ত্বকের ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, আগস্ট ২৭, ২০২৫
ত্বকের ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটার মাইকেল ক্লার্ক ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।  

তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর শেয়ার করেছেন এবং সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করে ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যানসার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ নাক থেকে আরেকটি অংশ কেটে ফেলা হলো। তাই সবার প্রতি বন্ধুসুলভ মনে করিয়ে দেওয়া—ত্বক পরীক্ষা করান। প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো, তবে আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা আর দ্রুত শনাক্তকরণই মূল চাবিকাঠি। ডা. বিশ সোলিমানকে ধন্যবাদ সময়মতো শনাক্ত করার জন্য। ’

ক্লার্ক অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি (২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে) খেলেছেন। তিনি অজিদের নেতৃত্ব দিয়েছেন ৭৪ টেস্টে (৪৭ জয়, ১৬ হার) এবং ১৩৯ ওয়ানডেতে।

ক্লার্কের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ২০১৩-১৪ সালে অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এবং ২০১৫ সালে বিশ্বকাপ জেতে। মার্জিত ব্যাটিং, আক্রমণাত্মক কৌশল আর দৃঢ় মানসিকতার জন্য ইতিহাসে অন্যতম সেরা অজি ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

ত্বকের ক্যানসার হয় ত্বকের অস্বাভাবিক কোষের নিয়ন্ত্রণহীন বৃদ্ধির কারণে, যা প্রধানত সূর্যের অতিবেগুনি (UV) রশ্মি বা ট্যানিং বেডের কারণে ঘটে। এটি বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসার। তবে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অস্ট্রেলিয়ায় বিশ্বের সর্বোচ্চ হারে ত্বকের ক্যানসার শনাক্ত হয়। এর কারণ অতিবেগুনী রশ্মির উচ্চমাত্রা, বিষুবরেখার কাছাকাছি অবস্থান, আর ফর্সা ত্বকের জনসংখ্যা।  

পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতি ৭০ বছর বয়সী মানুষের মধ্যে ৩ জনের মধ্যে ২ জনই কোনো না কোনোভাবে ত্বকের ক্যানসারে আক্রান্ত হন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।