ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আইপিএল থেকে হঠাৎ অবসরে অশ্বিন, বিদেশি লিগে খেলার ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, আগস্ট ২৭, ২০২৫
আইপিএল থেকে হঠাৎ অবসরে অশ্বিন, বিদেশি লিগে খেলার ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিন/সংগৃহীত ছবি

ভারতের অন্যতম সেরা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার বিদায় নিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে। হোম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ সালের আসরেই ছিল তার শেষ ম্যাচ।

এর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০২৪ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার আগেই। তাই আইপিএল থেকেও তার বিদায়ের ঘোষণা ক্রিকেটপ্রেমীদের কাছে অনেকটাই অপ্রত্যাশিত হয়ে এসেছে।  

শোনা যাচ্ছিল, তিনি নাকি রাজস্থান রয়্যালসে ফিরে আসতে পারেন ২০২৬ মৌসুমের নিলামের আগে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অশ্বিন জানিয়ে দিলেন, আইপিএলের অধ্যায় শেষ, এবার নতুনভাবে শুরু করবেন বিদেশি লিগগুলোতে।

এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে অশ্বিন লেখেন, ‘বিশেষ দিন আর তাই বিশেষ সূচনা। বলা হয়, প্রতিটি সমাপ্তিই একটি নতুন শুরুর ইঙ্গিত। আজ আমার আইপিএল ক্যারিয়ার শেষ হলো, তবে আজই শুরু হচ্ছে বিশ্বের নানা প্রান্তের লিগগুলোতে খেলার নতুন অধ্যায়। ’

তিনি আরও যোগ করেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ অসাধারণ স্মৃতি আর সম্পর্কের জন্য। সবচেয়ে বড় ধন্যবাদ আইপিএল ও বিসিসিআই-কে, যারা এতদিন আমাকে সুযোগ দিয়েছে। এখন যা সামনে আসবে, সেটি উপভোগ করার জন্য মুখিয়ে আছি। ’

বিসিসিআইয়ের নীতিমালায় বলা আছে—কোনো ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল না খেললে তবেই তিনি বিদেশি লিগে অংশ নিতে পারবেন। অশ্বিনের অবসর সিদ্ধান্ত মূলত সেই পথ খুলে দিলো।

২০০৯ সালে আইপিএলের আত্মপ্রকাশ থেকে ২০২৫ পর্যন্ত অশ্বিন খেলেছেন ২২১টি ম্যাচ। তাতে তিনি নিয়েছেন ১৮৭ উইকেট, গড় ৩০.২২, ইকোনমি রেট ৭.২০ এবং স্ট্রাইক রেট ২৫.২। সেরা বোলিং ফিগার ছিল ৪/৩৪।

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও শেষ দিকে দলকে অবদান রেখেছেন। ৯২ ইনিংসে করেছেন ৮৩৩ রান, গড় ১৩.০১, স্ট্রাইক রেট ১১৮.১৫, সর্বোচ্চ রান ৫০।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।