চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে আর মাঠে দেখা না গেলেও মেন্টরের নতুন ভূমিকায় দেখা যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৬ সালের আইপিএল মৌসুমে বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হতে পারেন ডি ভিলিয়ার্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইপিএলের বিষয়ে আভাস দিয়েছেন সাবেক এই প্রোটিয়া তারকা।
তিনি বলেন, “আমি ভবিষ্যতে আইপিএলে ফিরতে পারি তবে ভিন্ন ভূমিকায়। পুরো মৌসুমে পেশাদার দায়িত্ব নেওয়া এখন আর সম্ভব নয়, সেই সময় শেষ। তবে কখনোই 'না' বলা যায় না। আমি মন থেকে সবসময় বেঙ্গালুরুর সঙ্গে থাকব। যদি দল মনে করে আমার জন্য কোনো ভূমিকা আছে, আর সময়-সুযোগ মিলে যায়, তাহলে সেটা অবশ্যই আরসিবিই হবে। ”
আইপিএলে ডি ভিলিয়ার্সের অভিষেক হয়েছিল ২০০৮ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে। তবে ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি হয়ে উঠেছিলেন দলের অপরিহার্য অংশ।
এফবি/আরইউ