ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস স্কোয়াডে ১৭ বছর বয়সী ব্যাটার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, আগস্ট ২৬, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস স্কোয়াডে ১৭ বছর বয়সী ব্যাটার

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বড় চমক দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ১৫ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাঙ্গে।

বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ডাচ জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

এর আগে ঘোষিত দলে তিনটি পরিবর্তন এনেছে সফরকারীরা। চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার ফ্রেড ক্লাসেন ও রায়ান ক্লেইন। এছাড়া ব্যক্তিগত কারণে সিরিজে অংশ নিচ্ছেন না অলরাউন্ডার সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ সেড্রিক, অভিজ্ঞ পেসার সেবাস্তিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট। সর্বশেষ তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালে নেপালের বিপক্ষে। অন্যদিকে সিকান্দার ফিরলেন আরও দীর্ঘ বিরতির পর—২০১৯ সালের পর এই প্রথম তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল, ২৭ আগস্ট, ঢাকায় পা রাখবে ডাচরা।

নেদারল্যান্ডসের পরিবর্তিত স্কোয়াড:

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, সেড্রিক ডি ল্যাঙ্গে, সেবাস্তিয়ান ব্রাট, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শরিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম ও টিম প্রিঙ্গেল।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।