ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

যুবাদেরও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, আগস্ট ২৫, ২০২৫
যুবাদেরও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড 

বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের ঘাটতি নতুন নয়। তবে সেই ঘাটতি কাটাতে বিশ্বখ্যাত কোচ জুলিয়ান উডকে স্বল্প মেয়াদে দলের সাথে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দল ও নারী দলের সঙ্গে কাজ করার পর এবার উড নজর দিচ্ছেন যুবাদের দিকেও।  

আজ মিরপুর স্টেডিয়ামের ইনডোরে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের সঙ্গে লম্বা সেশন করেছেন ইংলিশ কোচ উড। বড় শট খেলার কৌশল, শারীরিক শক্তির ব্যবহার ও ব্যাটের সুইং কিভাবে আরও কার্যকর করা যায় সে বিষয়ে বিশেষভাবে মনোযোগ দিয়েছেন তিনি। আগামীকাল আবারও অনুশীলনে নামবেন এই ক্রিকেটাররা।  

আগামী ৩১ আগস্ট ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে তারা খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজটি শুরু হবে ৫ সেপ্টেম্বর। পরের ম্যাচগুলো ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সফরের আগে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি করাতে চান উড।  

জাতীয় দল, নারী দলের পর এবার যুবা দলও যুক্ত হলো উডের পাওয়ার হিটিং ক্লাসে। বিসিবির উডের প্রতি ভরসা আছে। তাদের বিশ্বাস, এই বিশেষ অনুশীলন ভবিষ্যতে ক্রিকেটারদের বড় শট খেলার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।