ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

২০২৭ বিশ্বকাপের ৪৪ ম্যাচ হবে দ. আফ্রিকার আট ভেন্যুতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, আগস্ট ২২, ২০২৫
২০২৭ বিশ্বকাপের ৪৪ ম্যাচ হবে দ. আফ্রিকার আট ভেন্যুতে ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই আসর হবে আফ্রিকার মাটিতে।

এত দিন ধরে কোন দেশে কত ম্যাচ হবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা, অবশেষে সেই ধোঁয়াশা কাটল।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, বিশ্বকাপের মোট ৫৪ ম্যাচের মধ্যে ৪৪টি আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশের আটটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গকেবেরাহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্লে অনুষ্ঠিত হবে সেগুলো। বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তবে কোন মাঠে কোন ম্যাচ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হলেই তা জানা যাবে।

২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই হবে দক্ষিণ আফ্রিকায় প্রথম কোনো পুরুষদের আইসিসি ইভেন্ট। দেশটি ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল। এছাড়া দক্ষিণ আফ্রিকা নারীদের দুটি বিশ্বকাপও আয়োজন করেছে; ২০০৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।