ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ককে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইভেন্টের মধ্যে স্পষ্টভাবে ভাগ করে দিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, বর্জনের দাবির মধ্যেও আসন্ন এশিয়া কাপে ভারতীয় দল অংশ নেবে।
গতকাল ভারতের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'পাকিস্তানের সঙ্গে ক্রীড়া বিষয়ক আয়োজন নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির প্রতি সামগ্রিক নীতির প্রতিফলন। একে অপরের দেশে দ্বিপাক্ষিক খেলাধুলার ইভেন্টের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে প্রতিযোগিতায় অংশ নেবে না। একইভাবে, পাকিস্তানি দলকেও ভারতে খেলতে দেওয়া হবে না। তবে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ইভেন্টের ক্ষেত্রে, তা ভারতে হোক বা বিদেশে, আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়মনীতি ও নিজেদের খেলোয়াড়দের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবো। '
গত মঙ্গলবার বিসিসিআই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করার পর পাকিস্তান ও এশিয়া কাপ বর্জনের দাবিও আরও জোরালো হয়। চলতি গ্রীষ্মে ইংল্যান্ডে অনুষ্ঠিত লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিরুদ্ধে তাদের গ্রুপ ম্যাচ ও সেমিফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর স্পনসররা সমর্থন প্রত্যাহার করে নেয়, আর এর ফলে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ ক্রিকেট বন্ধ হওয়া উচিত কি না, সেই বিতর্ক ফের মাথাচাড়া দেয়।
কিন্তু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক খেলার মধ্যে সীমারেখা টেনে ভারতীয় সরকার তাদের দলের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার পথ স্পষ্ট করেছে। ফলে ভারতীয় দল আইসিসি ও এসিসি’র প্রতিযোগিতায় পাকিস্তানের মুখোমুখি হতে পারবে। একইসঙ্গে, ভারতে আয়োজিত বহুপাক্ষিক ইভেন্টেও পাকিস্তান দল অংশ নিতে পারবে। এমনকি খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, কারণ ভারত অলিম্পিক আয়োজনের দরপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য ভারতকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে খেলোয়াড়, দলের কর্মকর্তা, টেকনিক্যাল স্টাফ এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার পদাধিকারীদের ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। বিশেষত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার পদাধিকারীদের জন্য তাদের দায়িত্বকালের মেয়াদ অনুযায়ী, সর্বোচ্চ পাঁচ বছরের জন্য, বহুমুখী প্রবেশাধিকার সম্পন্ন ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। '
ভারত সরকারের এই অবস্থান এশিয়া কাপ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর করেছে। আট জাতির এই মহাদেশীয় প্রতিযোগিতা আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
এমএইচএম