ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে আমিরের ‘৪০০’ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, আগস্ট ২২, ২০২৫
দ্বিতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে আমিরের ‘৪০০’  ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমে দারুণ এক মাইলফলকে পৌঁছালেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। গতকাল সেন্ট ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪০০ উইকেট পূর্ণ করলেন তিনি।

 

অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ফাবিয়ান অ্যালেনকে আউট করেই এই সাফল্য অর্জন করেন আমির। এটি ছিল তার ক্যারিয়ারের ৩৪৩তম টি-টোয়েন্টি ম্যাচ, আর ওই উইকেটেই তার সংগ্রহ দাঁড়াল ৪০০-তে। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তার আগে শুধু ওয়াহাব রিয়াজই এই কৃতিত্ব গড়েছিলেন। বর্তমানে ৩৪৮ ম্যাচে ওয়াহাবের উইকেট সংখ্যা ৪১৩।

আমির প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০২১ সালে। তবে গত বছর আবার সিদ্ধান্ত পাল্টে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে খেলায় ফিরিয়ে আনেন। সেই আসরে পাকিস্তানের হয়ে চার ম্যাচে মাঠে নেমে নিয়েছিলেন সাতটি উইকেট। সবশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বে।

ক্যারিয়ারের শুরুর দিকেই বড় ধাক্কা খেয়েছিলেন আমির। ২০১০ সালে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবুও পাকিস্তানের হয়ে খেলেছেন ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি–টোয়েন্টি। টেস্টে তার উইকেট সংখ্যা ১১৯, গড় ৩০.৪৭। ওয়ানডেতে নিয়েছেন ৮১ উইকেট, গড় ২৯.৬২। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৭১ উইকেট রয়েছে তার নামের পাশে, গড় ২১.৯৪। সব মিলিয়ে ১৫৯ আন্তর্জাতিক ম্যাচে মোট ২৭১ উইকেট নিয়েছেন তিনি।

টি–টোয়েন্টি ফরম্যাটে তার দীর্ঘ ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৩৪৩ ম্যাচ খেলে ৪০০ উইকেট শিকার করেছেন আমির। ধারাবাহিকতায় এখন তিনি পাকিস্তানের দ্বিতীয় সফলতম বোলার এই সংস্করণে। ওয়াহাব রিয়াজের পরেই তার অবস্থান।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।