বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে অন্যতম আলোচিত নাম ছিলেন অভিজ্ঞ সংগঠক মাহবুব আনাম। তবে শেষ পর্যন্ত লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিসিবির গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা আনাম গণমাধ্যমকে জানিয়েছেন, ক্লাব দখলকে ঘিরে শুরু হওয়া অস্থিরতা ও বিতর্কে জড়াতে চান না তিনি। তার ভাষায়, ‘আগেই বলেছিলাম ভালো প্যানেল না হলে নির্বাচন করা কঠিন। এখন যা কিছু হচ্ছে, তাতে নির্বাচন করার মতো পরিবেশ নেই। ’
সংগঠনটির ভেতরে নানা সমীকরণে আনামের অবস্থান দিন দিন জটিল হচ্ছিল। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল আগেই। ফারুক তাকে প্রকাশ্যে সমালোচনাও করেছেন। তবে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে তার বোঝাপড়া ভালো থাকায় দায়িত্ব পালন নিয়ে কোনো বাধা ছিল না।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার আনাম। ১৯৮৬ সালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সংগঠক হিসেবে যোগ দেন। ২০০১ সালে তিনি প্রথম জাতীয় ক্রিকেট প্রশাসনের বড় দায়িত্ব পান। বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর থেকে এখন পর্যন্ত বিসিবির সাথে জুড়ে আছে তার নাম।
আরইউ