পাকিস্তান টি-টোয়েন্টি দলের দুয়ার মোহাম্মদ রিজওয়ানের জন্য অনেকদিন ধরেই বন্ধ। আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও তার নাম নেই।
রিজওয়ানকে দলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকি জাতীয় দলের ব্যস্ততার কারণে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ায় তার বদলি হিসেবেই সুযোগ পেয়েছেন পাকিস্তানি কিপার-ব্যাটসম্যান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র এখনও হাতে পাননি তিনি। বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা বলেই ধরা হচ্ছে।
সিপিএলে নাম লেখানোয় এক বছরে বিদেশি লিগ খেলার কোটাও পূর্ণ হয়ে গেল রিজওয়ানের। পিসিবির নিয়ম অনুযায়ী, কোনো পাকিস্তানি ক্রিকেটার ১২ মাসে সর্বোচ্চ দুইটি বিদেশি লিগে খেলতে পারবেন। ইতোমধ্যেই তিনি বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। সেই লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন তার সতীর্থ বাবর আজমও, যিনি নাম লিখিয়েছেন সিডনি সিক্সার্সে।
৩৩ বছর বয়সী রিজওয়ান পাকিস্তানের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ এই সংস্করণে খেলেছেন গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্যাটিং ধরণ ও স্ট্রাইক রেট নিয়ে তার ও বাবরের ওপেনিং জুটির সমালোচনা ছিল প্রবল। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৮৬ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৬৯ ফিফটিতে তার রান ৮ হাজার ৪২১, স্ট্রাইক রেট ১২৫.৮৫।
সিপিএলের ধীরগতির উইকেটে রিজওয়ানের ধৈর্যশীল ব্যাটিং কার্যকর হতে পারে। তবে সেন্ট কিটসের ঘরের মাঠে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট থাকে। দলের সঙ্গে রিজওয়ান সতীর্থ হিসেবে পাচ্ছেন নাসিম শাহ ও আব্বাস আফ্রিদিকে। এ ছাড়াও ইমাদ ওয়াসিম, উসামা মির, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ খেলছেন এবারের আসরে।
প্রথম ম্যাচে জয় পেলেও টানা তিন ম্যাচ হেরে বসেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এমন সময়ে রিজওয়ানকে দলে ভেড়ানো তাদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।
আরইউ