আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও ক্রিকেটের সঙ্গেই যেন বাধা তামিম ইকবাল। তাইতো বর্তমান সময়ের বাংলাদেশ ক্রিকেটে আলোচিত ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তামিমের মতামতও জানতে চাওয়া হলো।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে। ’
১৯ আগস্ট সোমবার বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে গিয়েছিলেন তামিম। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর দেখতে গিয়ে কাছ থেকে দেখলেন তাদের খেলা, অনুভব করলেন তাদের সংগ্রাম, আর শোনালেন অনুপ্রেরণার কথা।
তিনি জানালেন, ‘আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা নারী—আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। যারা দেশকে প্রতিনিধিত্ব করেন, তাদের একটাই পরিচয় থাকা উচিত; তারা ক্রিকেটার। ’
সমতার কথা সবাই বলে, অথচ ক্রিকেটারদের নামের পাশে কেন আলাদা ট্যাগ? তামিম প্রশ্ন তুললেন এই ভেদাভেদের বিরুদ্ধেই। শুধু বাংলাদেশে নয়, বিদেশেও একই চিত্র দেখা যায় বলে জানালেন তিনি। তাই তার আহ্বান সবাইকে এক কাতারে রাখা, সবাইকে কেবল ক্রিকেটার বলা।
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোরও পক্ষে কথা বলেছেন দেশের অন্যতম সফল এই ওপেনার। তার মতে, আসল পরিচয় ক্রিকেটেই, সীমাবদ্ধতায় নয়।
আরইউ