ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

ক্রিকেট

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, আগস্ট ১৬, ২০২৫
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে সাকিব সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ২০২৫ মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি।

আটলান্টা ফায়ার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়েছে, যেখানে তাকে 'গেম চেঞ্জার' হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটির মতে, সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি তাদের লাইনআপকে আরও শক্তিশালী করবে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছে দলটি।

আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে মাইনর লিগ ক্রিকেট। এটি মূলত মেজর লিগ ক্রিকেটের একটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতা, যেখানে আন্তর্জাতিক মানের অনেক ক্রিকেটার অংশ নিয়ে থাকেন।

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন।  

গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিব জাতীয় দলের বাইরে আছেন এবং যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।