ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

ক্রিকেট

ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, আগস্ট ১২, ২০২৫
ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল দ. আফ্রিকা ছবি: সংগৃহীত

ডারউইনে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায় আছে দুদল।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে মাঠে নামেন ব্রেভিস। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে মাত্র ৫৬ বলে খেলেন অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী ইনিংস, যা সাজানো ছিল ৮ ছক্কা ও ১২ চারে। এটি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, যা ২০১৫ সালে ফাফ ডু প্লেসির করা ১১৯ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি, মাত্র ২২ বছর ১০৫ দিন বয়সে প্রোটিয়াদের হয়ে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি।

ব্রেভিসের সাথে ১২৬ রানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস, যিনি ২২ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২১৮ রানের বিশাল সংগ্রহ।

জবাবে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে লড়াই করেন কেবল টিম ডেভিড। তিনি ২৩ বলে ফিফটি করে ৫০ রান তুললেও অন্য প্রান্তে সঙ্গ দিতে পারেননি কেউ। দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরু থেকে চেপে ধরে উইকেট নিতে থাকেন। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে গুটিয়ে যায় ১৬৫ রানে। শেষ ১৪ রানের মধ্যে তারা হারায় শেষ ৪ উইকেট।

আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি, যা শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবে মাঠে গড়াবে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।