ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

ক্রিকেট

ডেভিডের তাণ্ডবের পর হেইজেলউডের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, আগস্ট ১০, ২০২৫
ডেভিডের তাণ্ডবের পর হেইজেলউডের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার জয়  ছবি: সংগৃহীত

মাত্র ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন টিম ডেভিড।

তার ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় স্বাগতিকরা। পরে বল হাতে জ্বলে ওঠেন জশ হেইজেলউড, বেন ডোয়ার্শিসরা। দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে তারা।

ডারউইনে ১৭ বছর পর আন্তর্জাতিক ম্যাচে দর্শকদের উপহার মিলেছে অস্ট্রেলিয়ার জয়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডেভিডের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ১৭৮ রানের পুঁজি গড়ে প্রোটিয়াদের থামিয়ে দেওয়া হয় ১৬১ রানে। ৮ ছক্কা ও ৪ চারে ৫২ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন টিম ডেভিড। তার আগে ক্যামেরন গ্রিন ৩ ছক্কা ও ৪ চারে মাত্র ১৩ বলে করেন ৩৫ রান।

ব্যাটিং বিপর্যয়ের পর ডেভিডকে সঙ্গ দেন ডোয়ার্শিস। দুজন মিলে ৫৯ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। শেষ দিকে ন্যাথান এলিসের ছক্কা-চারে স্কোর দাঁড়ায় ১৭৮ রানে। বল হাতে ৩টি করে উইকেট নেন হেইজেলউড ও ডোয়ার্শিস, ২টি নেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দ্রুত ব্যাটিং ধস নামে অস্ট্রেলিয়ার। ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। রাবাদা ও লিন্ডার তোপে বিদায় নেন ট্রাভিস হেড, জশ ইংলিস ও মিচেল মার্শ। এরপর পাল্টা আক্রমণ শুরু করেন গ্রিন ও ডেভিড। লিন্ডার এক ওভারে দুটি চার ও একটি ছক্কা মারেন গ্রিন, ডেভিড রাবাদাকে উড়িয়ে দেন ছক্কায়।

গ্রিন আউট হওয়ার পর আবার বিপাকে পড়ে অস্ট্রেলিয়া, কিন্তু নিজের প্রাকৃতিক আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস গড়ে তোলেন ডেভিড। ২৯ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান ইনিংস শেষ করেন ৮৩ রানে। মাফাকার বলে ধরা পড়ার আগে একাধিকবার কপাল খুলে জীবন পান তিনি, যা কাজে লাগিয়ে আরও ছক্কা হাঁকান।

রান তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকা ইনিংসের প্রথম পাঁচ বলেই হেইজেলউডকে তিনটি চার মেরে ঝড়ের আভাস দেন অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু ওভারের শেষ বলেই তাকে বিদায় করে দেন হেইজেলউড। পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারায় প্রোটিয়ারা—প্রিটোরিয়াস ও ব্রেভিস বিদায় নেন ম্যাক্সওয়েল ও ডোয়ার্শিসের বলে।

চাপ সামলাতে রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস ৭২ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। তবে দ্বিতীয় স্পেলে ফিরে হেইজেলউড ফেরান স্টাবস ও লিন্ডাকে। জ্যাম্পার হাতে দুই বলের ব্যবধানে উইকেট পড়ায় ভেঙে পড়ে প্রোটিয়াদের আশা।

এক প্রান্তে লড়ে যাওয়া রিকেলটন শেষ ওভারে ফেরেন ৫৫ বলে ৭১ রান করে। শেষ পর্যন্ত ১৬১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।