ইংল্যান্ড সফরে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন শুভমান গিল। দারুণ এক শটে ভাঙলেন সুনিল গাভাস্কারের প্রায় পাঁচ দশক পুরোনো রেকর্ড।
১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। ওভাল টেস্টে কেবল ১১ রান প্রয়োজন ছিল গিলের, যা প্রথম সেশনে বাউন্ডারি হাঁকিয়েই পেরিয়ে যান তিনি। এদিকে আরও এক রেকর্ড হাতছানি দিচ্ছে গিলকে। এই ইনিংসে আরও ৫৩ রান করতে পারলে ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের মালিক হবেন গিল।
বৃষ্টির কারণে আগেভাগে নেওয়া লাঞ্চ বিরতির সময় ১৫ রানে অপরাজিত আছেন ২৫ বছর বয়সী ভারতীয় অধিনায়ক।
বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় গিল এখন তিনে (৭৩৭)। তিনি ইতোমধ্যে পেছনে ফেলেছেন গাভাস্কার (৭৩২) ও ইংলিশ কিংবদন্তি ডেভিড গাওয়ারকে (৭৩২)। তার ওপরে আছেন শুধু গ্রাহাম গুচ (৭৫২) ও শীর্ষে থাকা স্যার ডন ব্র্যাডম্যান (৮১০)।
বিশ্বরেকর্ড স্পর্শ করতে গিলের করতে হবে আরও ৮৯ রান। ১৯৩৬-৩৭ সালের অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান।
দেশের বাইরে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বাধিক রানের রেকর্ড অবশ্য ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন গিল। ১৯৬৬ সালে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স করেছিলেন ৮ ইনিংসে ৭২২ রান। সেটিও এখন ইতিহাস।
আরইউ