ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

ম্যাচ বয়কট করে পালাল ভারত, ব্যালকনিতে পা তুলে দেখলেন আফ্রিদি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুলাই ৩১, ২০২৫
ম্যাচ বয়কট করে পালাল ভারত, ব্যালকনিতে পা তুলে দেখলেন আফ্রিদি ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) সেমিফাইনালে। শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে যুবরাজ সিংয়ের ভারত চ্যাম্পিয়নস।

ফলে ম্যাচ না খেলেই সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের বয়কটের দৃশ্য দেখা যায় এক ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়নাসহ ভারতীয় ক্রিকেটাররা তল্পিতল্পা গুটিয়ে মাঠ ছাড়ছেন। ব্যালকনির রেলিংয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন আফ্রিদি।

এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, সেমিফাইনালে যদি দুই দল মুখোমুখি হয়, তবে কি ভারত একই সিদ্ধান্তে অনড় থাকবে? আফ্রিদি তখন মন্তব্য করেছিলেন, ‘গ্রুপ পর্বে তো খেলোনি, এখন সেমিফাইনালে কোন মুখে খেলবে?’

শেষ পর্যন্ত আফ্রিদির সেই মন্তব্যই বাস্তবে রূপ নিল। সেমিফাইনালে ভারত খেলেনি, ফলে পাকিস্তান কোনো ম্যাচ ছাড়াই ফাইনালে পৌঁছে গেল।

ডব্লিউসিএল আয়োজকরা এক বিবৃতিতে জানায়, ‘আমরা ভারত চ্যাম্পিয়নসের সিদ্ধান্তকে সম্মান করি এবং পাকিস্তান চ্যাম্পিয়নসের খেলার ইচ্ছাকেও গুরুত্ব দিই। তাই ম্যাচটি বাতিল ঘোষণা করা হলো এবং পাকিস্তানকে ফাইনালে উন্নীত করা হলো। ’

তারা আরও যোগ করে, ‘আমরা বিশ্বাস করি খেলাধুলা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তবে জনমত ও পরিস্থিতিকেও সম্মান জানানো প্রয়োজন। ’

পাহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় ভারতীয় দল এই সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার মুহূর্তে আফ্রিদির সেই তাকিয়ে থাকার দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।