ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দল নিয়েই খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, জুলাই ১৭, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দল নিয়েই খেলবে বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে ফিরেছে টাইগাররা। প্রথমবারের মতো তাদের মাটিতে কোনো সংস্করণে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

প্রেমাদাসায় সেই টি-টোয়েন্টি জয় এখনো তরতাজা। এবার সেই জয়ের স্কোয়াড নিয়েই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল। দলে বদল আনা হয়নি একটিও। লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কা জয়ী ১৬ সদস্যের সেই স্কোয়াডই খেলবে হাইভোল্টেজ এই সিরিজ।

আগামী ২০ জুলাই শুরু হবে সিরিজ। এরপর ২২ ও ২৪ জুলাই বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

একনজরে বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।