ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

কলম্বোয় 'ডু অর ডাই', টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জুলাই ১৬, ২০২৫
কলম্বোয় 'ডু অর ডাই', টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ টসের সময় হাসিমুখে লিটন-আসালাঙ্কা। ছবি কৃতজ্ঞতা: কালেরকণ্ঠ

ওয়ানডে সিরিজের মতোই এবারও সমীকরণ এক: প্রথম ম্যাচ হেরে দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা, আর তৃতীয় ম্যাচে ট্রফির লড়াই। শ্রীলঙ্কার মাটিতে এখন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে নামছে সিরিজ জয়ের আশায়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হচ্ছে লিটন দাসের দলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন—দলে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

একইভাবে দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে জায়গা হারিয়েছেন। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।