ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিভীষিকার পর বোর্ড বৈঠক, লারা-ভিভ-লয়েডদের পাশে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জুলাই ১৬, ২০২৫
বিভীষিকার পর বোর্ড বৈঠক, লারা-ভিভ-লয়েডদের পাশে চায় ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘লজ্জাজনক’ হোয়াইটওয়াশের পর টেস্ট ক্রিকেটে ভয়াবহ ব্যর্থতা কাটিয়ে উঠতে জরুরি সভা ডেকেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেই সভায় ডাকা হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটের তিন কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান চার্লস লারাকে।

জরুরি এই বৈঠকে আরও ছিলেন সাবেক ব্যাটার শিবনারাইন চন্দরপল, ডেসমন্ড হেইন্স এবং সাবেক পেসার ইয়ান ব্র্যাডশ। তারা সবাই ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটি’র অংশ হয়ে দল পুনর্গঠনের কৌশল নিয়ে আলোচনা করেছেন।

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি ম্যাচ শেষ হয় তিন দিনের মধ্যেই। জ্যামাইকায় শেষ টেস্টে মাত্র ১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট হয়ে লজ্জার এক অধ্যায় রচনা করে ওয়েস্ট ইন্ডিজ। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউ জিল্যান্ডের, ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

সেই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার আউট হন রানের খাতা না খুলেই, যা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ 'ডাক'-এর রেকর্ড। দলের প্রথম ছয় ব্যাটারের সম্মিলিত রান ছিল মাত্র ৬, এটিও বিশ্বরেকর্ড!

এই ধ্বংসস্তূপের পর সিডব্লিউআই সভাপতি ড. কিশোর শ্যালো এক বিবৃতিতে বলেন, ‘এমন পরাজয়ের পর পুরো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্প্রদায় গভীরভাবে হতাশ। আমাদের সবার জন্যই এটি ছিল নির্ঘুম রাত। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা দল পুনর্গঠনের প্রক্রিয়ায় আছি এবং সেই চেতনার পুনর্জাগরণে কাজ করছি যা একসময় ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেট দুনিয়ার পরাশক্তিতে পরিণত করেছিল। ’

তিনি আরও জানান, লারা, লয়েড ও রিচার্ডসকে ডাকা হলেও এটি কেবল একটি আনুষ্ঠানিক উপস্থিতি নয়, তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবেন।

টেস্ট সিরিজ শেষে এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এরপর নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলবে ক্যারিবিয়ানরা।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।