গ্লোবাল সুপার লিগে অভিষেকে ঝড় তুললেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দায়িত্বশীল ফিফটি হাঁকানোর পাশাপাশি বল হাতে নিয়েছিলেন চার উইকেট।
দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে গায়ানায় সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে ক্যাপিটালস। জবাবে প্রতিপক্ষকে ১৪৪ রানে আটকে দিয়ে ২২ রানে জয় নিশ্চিত করে তারা।
সাকিব ৩৭ বলে খেলেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও এক ছক্কায়। বোলিংয়ে মাত্র ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন এই ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি দ্বিতীয়বারের মতো যে কোনো ম্যাচে ফিফটি ও চার উইকেটের সমন্বয় করেছেন সাকিব। এর আগে এই কীর্তি গড়েছেন বিশ্বসেরা কয়েক জন অলরাউন্ডার যেমন যুবরাজ সিং, ক্রিস গেইল, জেপি ডুমিনি, মইন আলি ও শোয়েব মালিক।
সাকিবের বোলিং শুরু হয় ইনিংসের পঞ্চম ওভারে। প্রথম বলেই উইল ইয়াংকে বোল্ড করে শুরু করেন। পরের বলেই এলবিডাব্লিউ করে ফেরান ডিন ফক্সক্রফটকে। একাদশ ওভারে আবারো সক্রিয় হয়ে জশ ক্লার্কসনকে বোল্ড করেন। শেষ ওভারে উইলিয়াম ক্লার্ককে ফেরান সাকিব। ম্যাচের অন্যদিকে পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র পেসার খুজাইমা তানভিরও দুটি উইকেট নেন।
সেন্ট্রাল ডিসট্রিক্টসের পক্ষে অধিনায়ক টম ব্রুস সর্বোচ্চ ৩৪ রান করেন, তবে দলের জয়ের আশা পূরণ করতে পারেননি।
ব্যাট হাতে সাকিবের ইনিংসও ছিল দারুণ। অষ্টম ওভারে নামতেই প্রথম বলে চার মেরে শুরু করেন তিনি। ১৮ রানে জীবন পান ফিল্ডারদের ক্যাচ ফেলে দেওয়ার কারণে। শেষ ওভারে চার মেরে ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশের এই তারকা।
টি-টোয়েন্টিতে তিনটি শূন্য রানে আউট হওয়ার পর সাকিবের এটি ছিল ফেরার ইনিংস। ২০ ওভারের ফরম্যাটে তার শেষ ফিফটি ছিল ১০ ম্যাচ আগে।
দুবাই ক্যাপিটালসের হয়ে আফগান ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতাল ২৫ বলে ৪১ রান করেন, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
সাকিবের চমকপ্রদ পারফরম্যান্সে জয় তুলে নিয়ে শুরু করল দুবাই ক্যাপিটালস তাদের আসর।
আরইউ