ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

সূর্যবংশীকে দেখতে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে মাঠে দুই কিশোরী!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুলাই ১০, ২০২৫
সূর্যবংশীকে দেখতে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে মাঠে দুই কিশোরী! ছবি: সংগৃহীত

নতুন আলোয় উজ্জ্বল হচ্ছে ভারতের ক্রিকেট ভবিষ্যৎ। মাত্র ১৪ বছর বয়সেই নিজের ব্যাটে বাজিমাত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে ভারতকে এনে দিয়েছেন সিরিজ জয়, নিজে হয়েছেন লাখো সমর্থকের নয়নের মণি।

সিরিজের চতুর্থ ম্যাচে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলে বৈভব ভেঙে দিয়েছেন যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পাকিস্তানের কামরান গুলামের আগের রেকর্ড ছাপিয়ে ইতিহাস গড়েন এই কিশোর। পুরো সিরিজ জুড়ে ৩৫৫ রান করে হয়ে উঠেছেন সফরের সবচেয়ে আলোচিত নাম।

তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে শুধু খেলা দেখতেই নয়, বৈভবকে একনজর দেখার আশায় মাঠে ছুটে আসছেন কিশোরী ভক্তরাও। এমনই দুই তরুণী ভক্ত আনিয়া ও রিভা, যাদের বয়সও বৈভবের সমান, ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে হাজির হন ইংল্যান্ডের উস্টারে। রাজস্থান রয়্যালসের পিংক জার্সি গায়ে চাপিয়ে তারা মাঠে উপস্থিত হন প্রিয় তারকাকে উৎসাহ দিতে। বৈভবও নিরাশ করেননি, তাদের সঙ্গে ছবি তুলে জয় করেন হৃদয়।

রাজস্থান রয়্যালসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে লেখা হয়, ‘প্রমাণ হয়ে গেল, আমাদের ভক্তরাই সেরা। ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে, গায়ে ছিল পিংক জার্সি, মুখে ছিল চিয়ার। এসবই ভৈভব ও টিম ইন্ডিয়ার জন্য। ’

এই সিরিজে দারুণ পারফরম্যান্স দিলেও বৈভবের আলোচনায় আসা শুরু আইপিএল থেকেই। ২০২৫ সালের আইপিএল নিলামে মাত্র ১৩ বছর বয়সেই ১.১ কোটি রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস, যা আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে রেকর্ড। আর অভিষেক ম্যাচেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন, তিনি এসেছেন আলাদা কিছু করতে।

তৃতীয় ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে বৈভব হয়ে যান পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান এবং আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতক হাঁকানো ক্রিকেটার।

অবিশ্বাস্য এই পারফরম্যান্সের কল্যাণে ভারত অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয়। আর বৈভব? ১৪ বছর বয়সেই হয়ে উঠেছেন ভারতের ক্রিকেট দিগন্তের এক নতুন সূর্য!

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।