সিরিজের প্রথম ওয়ানডেতে চাপের মুখে পড়েও মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে নেওয়ায় নিজ দলের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। সেই সঙ্গে বাংলাদেশ দলের জন্য তিনি দিয়েছেন সময় ও ধৈর্য ধরার পরামর্শ।
প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) বাংলাদেশের বিপক্ষে ৭৭ রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১০০ রানে মাত্র ১ উইকেট হারিয়ে এগিয়ে থাকা বাংলাদেশের ব্যাটিং লাইনআপে হঠাৎই ধস নামায় ম্যাচ বের করে নেয় স্বাগতিকরা।
জয়াসুরিয়া বলেন, ‘লক্ষ্য তাড়া করতে গিয়ে হঠাৎ ভেঙে পড়া যেকোনো দলের ক্ষেত্রেই হতে পারে। আমরা ওদের ওপর চাপ ধরে রেখেছিলাম, সেটা ছিল মূল চাবিকাঠি। ১৫ ওভারের পর ওরা ভালো অবস্থানে থাকলেও আমরা ধৈর্য হারাইনি। মিলানের রানআউট ও স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং পুরো ম্যাচের গতি ঘুরিয়ে দেয়। ’
তবে বাংলাদেশের এমন ধস নিয়ে জয়াসুরিয়া বললেন, এখনই কঠোর সমালোচনার কিছু নেই। বরং নতুন খেলোয়াড়দের সময় দেওয়া উচিত।
তিনি বলেন, ‘প্রতিটি দলই একটা ট্রানজিশন পর্যায় পার করে। শ্রীলঙ্কাও করেছে। বাংলাদেশের অবস্থাও এখন এমনই। ওদের তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে, সুযোগ দিতে হবে। নেতৃত্ব ও ব্যবস্থাপনা থেকে যদি সমর্থন না আসে, তাহলে ওই চাপ খেলোয়াড়দের মনোবল নষ্ট করে। ’
প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে একাদশে ছিলেন না ‘ফ্যাব ফাইভ’—মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। এই নতুন যুগে দলকে গুছিয়ে নিতে সময় লাগবে বলেই মনে করেন জয়াসুরিয়া।
একইসঙ্গে নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী জয়াসুরিয়া। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারিয়েছি, সেখান থেকে ঘুরে দাঁড়ানো ছিল কঠিন। চারিথ আসালাঙ্কার নেতৃত্বে আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছি। মাঠের বাইরে এবং ভেতরে অনেক কষ্ট করে এখন এই জায়গায় এসেছি। এখনও আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতির জায়গা আছে। ’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার (৫ জুলাই)। সেই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু মানেই সিরিজ হাতছাড়া।
এমএইচএম