ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

দেড়শ ছাড়ালো শ্রীলঙ্কার লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জুন ২৭, ২০২৫
দেড়শ ছাড়ালো শ্রীলঙ্কার লিড

বাজে দ্বিতীয় দিন কাটানোর পর তৃতীয় দিনের শুরুটা খারাপ যায়নি বাংলাদেশের। যদিও বাড়ছে লিড।

তবে এদিন পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। এরপর কামিন্দুকে ফিরিয়েছেন নাঈম।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪০১ রান। বাংলাদেশ থেকে ১৫৪ রান এগিয়ে আছে তারা।  

তৃতীয় দিনের শুরুটা নতুন বল দিয়ে শুরু করে বাংলাদেশ। সাফল্যও পেল দ্রুত। তাইজুলের ডেলিভারি আনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নিশাঙ্কা। ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করে ফেরেন শ্রীলঙ্কার ওপেনার। কিছুক্ষণ পর ধনঞ্জয়াকেও ফেরান তাইজুল। এলবিডব্লিউ হয়ে স্রেফ ৭ রান করে ফেরেন ধনঞ্জয়া।  

এরপর জয়াসুরিয়াকে ফিরিয়ে স্বস্তি আনলে নাহিদ রানা। মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে ৩৯ বলে ১০ রান করে ফেরেন লঙ্কান ব্যাটার। দ্রুত রান তোলা কামিন্দুও টিকতে পারেননি বেশিক্ষণ। নাঈমের স্টাম্পের ওপর করা সোজা ডেলিভারি কামিন্দুর প্যাড ছুঁয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। ৩৩ রান করে ফেরেন লঙ্কান ব্যাটার।

আগের দিন ২ উইকেটে ২৯০ রান করে শ্রীলঙ্কা। ২৩৮ বলে ১৪৬ রানে অপরাজিত ছিলেন নিসাঙ্কা। নাইটওয়াচম‍্যান প্রবাথ জয়াসুরিয়া ৫ রানে অপরাজিত ছিলেন।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।