ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, মে ২৪, ২০২৫
টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে শীর্ষে সাকিব সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব আল হাসান। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে শূন্য রানে আউট হওয়ার দিক থেকে এখন তিনি বাংলাদেশের শীর্ষ ব্যাটার।

গতরাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হন সাকিব। ব্যাট হাতে নামেন আট নম্বরে। কিন্তু ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি—মাত্র ২ বল খেলে শূন্য রানে ফিরতে হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

এটা ছিল টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ৩২তম ‘ডাক’। এতেই তিনি পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে, যিনি ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন। ফলে এখন সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক বাংলাদেশের কোনো ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাট করে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সৌম্য সরকারের সংখ্যা ২৩২ ইনিংসে ৩১ বার।

আন্তর্জাতিক পরিসরে অবশ্য এই ‘ডাক’-এর দৌড়ে সাকিব এখনও অনেক পিছিয়ে।  

সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন—৪৮ বার। এরপর আছেন আফগানিস্তানের রাশিদ খান (৪৫ বার) এবং ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস (৪৪ বার)।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।