ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে তানজিদের লম্বা লাফ, উন্নতি হয়েছে জাকের আলিরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, মে ২১, ২০২৫
র‌্যাংকিংয়ে তানজিদের লম্বা লাফ, উন্নতি হয়েছে জাকের আলিরও ছবি: বিসিবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন তানজিদ হাসান তামিম। তার দুর্দান্ত ইনিংসে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

যদিও জিততে পারেনি তারা। তবে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন তানজিদ। র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। এছাড়া উন্নতি হয়েছেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলিরও।  

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন তানজিদ। আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫৯ রানের ইনিংসের বদৌলতে ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন সেরা একশতে।  

এই ম্যাচে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে এক ধাপ উন্নতি করেছেন লিটন। ৫১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়ও। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে রয়েছেন তিনি। এছাড়া জাকের আলির উন্নতি হয়েছে ৬ ধাপ। ক্যারিয়ার সেরা ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৮২ নম্বরে।

এদিকে বোলিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের। এক ধাপ উন্নতি করা মোস্তাফিজ ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৫তম স্থানে। সমান উন্নতি হয়েছে তানজিম হাসান সাকিবেরও। তিনি আছেন ৪০ নম্বরে। শরিফুল ইসলামও এগিয়েছেন এক ধাপ। তবে যথাক্রমে ছয় ও পাঁচ ধাপ পিছিয়েছেন এই সিরিজে না খেলা মাহেদি হাসান ও তাসকিন আহমেদ।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।