ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অপারেশন সিঁদুর: মঈন আলি বললেন, ‘মনে হচ্ছিল যুদ্ধের মাঝখানে আছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মে ১৯, ২০২৫
অপারেশন সিঁদুর: মঈন আলি বললেন, ‘মনে হচ্ছিল যুদ্ধের মাঝখানে আছি’ মঈন আলী/সংগৃহীত ছবি

সাম্প্রতিক সামরিক অভিযানের অংশ হিসেবে "অপারেশন সিঁদুর"-এ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এই হামলার সময় সেই এলাকা থেকেই মাত্র ঘণ্টাখানেক দূরে অবস্থান করছিলেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলির বাবা-মা।

ঠিক তখনই মঈন নিজে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছিলেন ভারতে, খেলছিলেন আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

‘বিয়ার্ড বেফোর উইকেট (Beard Before Wicket)’ পডকাস্টে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে মঈন বলেন, “আমার বাবা-মা তখন কাশ্মীরে (পাকিস্তানের অংশে) ছিলেন, ক্ষেপণাস্ত্র হামলার জায়গা থেকে এক ঘণ্টার দূরত্বে। সেদিনই তারা শেষ ফ্লাইটে বের হতে পেরেছিলেন। আমি একেবারে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ”

তিনি জানান, হামলার আগেই কাশ্মীরে উত্তেজনা ছড়াতে শুরু করে। তারপর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

“এক সময় মনে হচ্ছিল আমরা যেন সরাসরি যুদ্ধক্ষেত্রে আছি,” বলেন মঈন।

অপারেশন সিঁদুর ও আইপিএল স্থগিত

৯ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্ল্যাকআউট ও উত্তেজনার কারণে আইপিএল সাময়িকভাবে স্থগিত করা হয়। মঈন জানান, তিনি টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগেই নিজে এবং পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

“আমি অসুস্থও ছিলাম, হয়তো ভাইরাল কিছু ছিল। কিন্তু নিরাপত্তার দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। খেলার চেয়ে জীবন বড়,” — বলেন মঈন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।