বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তা বিবেচনায় সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “নিরাপত্তা বিবেচনায় বিসিবিকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পরামর্শ দিয়েছি, রাওয়ালপিন্ডি কিংবা সীমান্তঘেঁষা স্টেডিয়ামে ম্যাচ না খেলতে। এখন বিসিবি-পাকিস্তান বোর্ড মিলে পরবর্তী পরিকল্পনা নেবে, যাতে সিরিজটা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে শেষ করা যায়। ”
সরকারের পক্ষ থেকে সিরিজে আপত্তি নেই
আসন্ন সিরিজ আয়োজনের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, “পাকিস্তান সিরিজের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে মতামত জানতে চেয়েছিল বিসিবি। পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক মতামতই পেয়েছে এনএসসি। ফলে সিরিজের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপত্তি নেই। ”
সিরিজের ম্যাচ সংখ্যা নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথা থাকলেও, ক্রিকেটারদের মধ্যে তিন ম্যাচের সিরিজ খেলার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজের চূড়ান্ত সূচি ও ম্যাচ সংখ্যা নিয়ে বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে আলোচনা চলছে।
সিরিজের সম্ভাব্য সূচি
সিরিজটি ২৫ মে ২০২৫ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচ সংখ্যা ও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। নিরাপত্তা পরিস্থিতি ও খেলোয়াড়দের মতামত বিবেচনায় নিয়ে বিসিবি ও পিসিবি শিগগিরই চূড়ান্ত ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
এমএইচএম