ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, মে ১৯, ২০২৫
পিএসএল খেলার ছাড়পত্র পেলেন মিরাজ মেহেদী হাসান মিরাজ/সংগৃহীত ছবি

বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য খুলে গেল বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা।  

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য তিনি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি)।

আজ সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। ২২ থেকে ২৫ মে পর্যন্ত সময়ের জন্য মিরাজকে এনওসি দিয়েছে বোর্ড, অর্থাৎ পিএসএলের প্লে-অফ পর্বে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।

বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় তাকে ছাড়পত্র দিতে বাধা দেখেনি বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে লাহোর কালান্দার্স দলে জায়গা পেয়েছেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন রাজা।

মিরাজের এনওসি আবেদনের খবর সোমবার সকালে গণমাধ্যমে আসে, আর দুপুরেই আসে অফিসিয়াল ঘোষণা।

চার দিনের জন্য ছাড়পত্র দেওয়া হলেও তা-ই যথেষ্ট বলে মনে করা হচ্ছে লাহোর কালান্দার্সের জন্য। কারণ, তাদের এলিমিনেটর ম্যাচ ২২ মে, জয় পেলে দ্বিতীয় কোয়ালিফায়ার ২৩ মে, আর ফাইনাল ২৫ মে। ফলে প্লে-অফের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই মিরাজকে পাচ্ছে দলটি।

উল্লেখ্য, লাহোর কালান্দার্সের হয়ে আগেই মাঠে নেমেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে থাকায় আর পিএসএলে অংশ নিচ্ছেন না। এখন দলে আছেন আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।