ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইমন-বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ ‘নতুন অধিনায়ক’ লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, মে ১৮, ২০২৫
ইমন-বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ ‘নতুন অধিনায়ক’ লিটন ম্যাচ শুরুর আগে আমিরাতের অধিনায়কের সঙ্গে লিটন দাস/সংগৃহীত

নতুন অধ্যায়ের শুরুটা হলো জয়ে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের পথচলা শুরু হলো আত্মবিশ্বাসে ভরপুর এক পারফরম্যান্স দিয়ে।

যে ম্যাচে তরুণ পারভেজ ইমনের দুর্দান্ত সেঞ্চুরি ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশ তুলে নেয় সহজ জয়।  

তবে জয়ের উৎসবের মাঝে লিটনের কণ্ঠে ঝরেছে শেষদিকে রান না পাওয়ার কিছুটা আক্ষেপও।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে লিটন প্রথমেই প্রশংসা করলেন সেঞ্চুরিয়ান ইমনের, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ইমন দারুণ ব্যাটিং করেছে। ওর ইনিংসটা সত্যিই উপভোগ করার মতো ছিল। ’

তবে ম্যাচের শেষ তিন ওভার নিয়ে খানিক হতাশাও প্রকাশ করেন লিটন, ‘শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি। স্কোরটা আরও বড় হতে পারত। ’

বোলারদের নিয়ে ছিলেন আত্মবিশ্বাসী, আর তারা সেটার প্রতিদানও দিয়েছেন—‘আমার বোলারদের সামর্থ্য নিয়ে আমার পূর্ণ আস্থা ছিল। ওরা সেটা আজ প্রমাণ করেছে। সবাই খুব ভালো বোলিং করেছে। ’

প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের লড়াইও নজর কেড়েছে লিটনের, ‘তাদের মাঝের ওভারগুলোতে ব্যাটিং দারুণ ছিল। চাপের মধ্যে থেকেও ওরা যেভাবে শান্ত ছিল, সেটা প্রশংসার যোগ্য। ’

শেষে মাঠে থাকা দর্শক ও দলকে কৃতজ্ঞতা জানান নবনিযুক্ত এই অধিনায়ক—‘আমাদের সমর্থন সবসময়ই দারুণ। মাঠে ও মাঠের বাইরে যারা আমাদের পাশে থাকেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। ’

গতকাল রাতে পারভেজ ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শারজাহতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আমিরাত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়ায় নেমে ১৬৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। হারায় সবগুলো উইকেট।  

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।