ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মে ১১, ২০২৫
ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

ক্যান্সারের সঙ্গে লড়াই করলেন দীর্ঘদিন। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয়েছে।

৮৪ বছর বয়সেই পৃথিবী ছেড়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও আইসিসির সাবেক ম্যাচ রেফারি বব কাউপার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা এই ব্যাটার ১৯৬৪ থেকে ১৯৬৮ পর্যন্ত খেলেন ২৭ টেস্ট। ৫ সেঞ্চুরিতে ৪৬.৮৪ গড়ে ২ হাজার ৬১ রান করেন তিনি। বল হাতেও অবদান রয়েছে তার। ৩৬টি উইকেট নেন এই অফ স্পিনার।  

২৩ বছর বয়সে অভিষেক হওয়া কাউপার স্টকব্রোকিং ও মার্চেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও হয়েও কাজ করেন এই ক্রিকেটার। ক্রিকেটে অবদান রাখার জন্য ২০০৩ সালে ‘মেডেল অব দা অর্ডার অব অস্ট্রেলিয়া’ পুরস্কার পান তিনি।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ