কাশ্মীরের ঘটনার পর থেকে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে ভারত। এরই মধ্যে দেশটির একটি ড্রোন ভেঙে পড়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে।
এদিকে চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএএল)। রাওয়ালপিন্ডিতে রয়েছে ম্যাচও। এই ড্রোনের ঘটনায় ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছ। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ব্যাপারে বলেন, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ। ’
এই ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ড্রোনটি নষ্ট করার ফলে স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরইউ


