ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, এপ্রিল ২৯, ২০২৫
চট্টগ্রাম টেস্টে চালকের আসনে বাংলাদেশ ৬ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম/সংগৃহীত ছবি

তাইজুল ইসলামের ৬ উইকেট প্রাপ্তির দিনে জিম্বাবুয়েকে অল্পতেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে দারুণ শুরু এনে দেন স্বাগতিকদের।

সেই পথ ধরেই চালকের আসনে বসেছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৮ রান। জিম্বাবুয়ে এগিয়ে আছে ১০৯ রানে।

আজ দ্বিতীয় দিনের প্রথম বলেই মুজারাবানিকে বিদায় করেন তাইজুল। ম্যাচে এটি তাইজুলের ষষ্ঠ উইকেট। এই বাঁহাতি স্পিনার খরচ করেছেন ৬০ রান।  

গতকাল যে সংগ্রহ নিয়ে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে, সেখানেই অর্থাৎ ২২৭ রানেই থামে তারা।  

এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ও বিজয় মিলেই তুলে ফেলেন ১১৮ রান। সাদমান ফিফটির দেখা পেয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি বিজয়। ৮০ বলে ৩৯ রান করে মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।  

এর আগে গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতে শক্ত অবস্থানে ছিল জিম্বাবুয়ে। একসময় মনে হচ্ছিল, বড় সংগ্রহ গড়বে সফরকারীরা। তবে শেষ সেশনে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে সেই সম্ভাবনায় ছেদ পড়ে।

তাইজুল ১৬তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন (৪৪ রানে)। এদিন তার হাত ধরেই শেষ সেশনে ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দিনশেষে ৯ উইকেটে ২২৭ রান করে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৩:১০, এপ্রিল ২৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।