ডিপিএলে পাওয়া তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় বিসিবি। দুই দিনের এই নিষেধাজ্ঞা কাটানোর আগেই মাঠে নামেন বাংলাদেশি এই ব্যাটার।
বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানের ডাকা এই সভায় নিজেদের ভুল বুঝতে পারে আম্পয়ার্স বিভাগ। কিন্তু শাস্তি ঠিকই ভোগ করতে হবে হৃদয়কে। এছাড়া ঘরোয়া ম্যাচ পরিচালনা না করার ব্যাপারে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ার সৈকত। আগামীতে ঘরোয়া ম্যাচ পরিচালনা করবেন বলে জানা গেছে।
এর আগে একই ঘটনায় সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক। আম্পায়ার্স সভা শেষে জানা গেছে পুনর্গঠিত হচ্ছে সিসিডিএমের টেকনিক্যাল কমিটিও। আর এই কমিটির প্রধান হচ্ছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে হৃদয়ের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এই ব্যাটার। যে কারণে শাস্তি বেড়ে দুদিন করা হয়। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরইউ