ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক হ্যারি ব্রুক/সংগৃহীত ছবি

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ইয়র্কশায়ার ক্রিকেটার সদ্য পদত্যাগ করা জস বাটলার-এর স্থলাভিষিক্ত হলেন।

বাটলার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর সরে দাঁড়ান।

ব্রুক এখন থেকে উভয় ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নেতৃত্ব দেবেন, ফলে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে ভিন্ন ভিন্ন অধিনায়কের সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেল।

গত এক বছরে ব্রুক ছিলেন ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দলের সহ-অধিনায়ক। এর আগে তিনি অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন, পাশাপাশি 'দ্য হান্ড্রেড'-এ নর্দার্ন সুপারচার্জার্স দলকেও নেতৃত্ব দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাটলার ইনজুরিতে পড়লে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রুক।

ব্রুককে অধিনায়ক করা প্রসঙ্গে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, "হ্যারি শুধু অসাধারণ এক ক্রিকেটারই নয়, তার মধ্যে আছে চমৎকার ক্রিকেট মস্তিষ্ক এবং দুই দলের জন্য স্পষ্ট ভিশন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বেই ইংল্যান্ড আবার ট্রফি ও সিরিজ জয়ের ধারায় ফিরবে। "

 ব্রুক তিন ফরম্যাটেই ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও তিনি চলতি বছরের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন ওয়ার্কলোড (কাজের চাপ) সামলাতে, তবে সামনে রয়েছে ব্যস্ত একটি আন্তর্জাতিক সূচি।

তার অধিনায়কত্বে প্রথম সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে ২৯ মে থেকে শুরু হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজ এবং নভেম্বরে নিউজিল্যান্ড সফর রয়েছে।  

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ব্রুকের অধিনায়কত্বে প্রথম আইসিসি টুর্নামেন্ট। ব্রুক বলেন, “ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক হওয়া আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম ইংল্যান্ডের হয়ে খেলব, আর আজ সেই স্বপ্ন পূরণ হলো। সামনে অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের দলে অসাধারণ প্রতিভা আছে। আমি চাই দলকে সামনে এগিয়ে নিতে, সিরিজ ও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিতে। ”

ইংল্যান্ড ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে ছন্দ হারিয়ে ফেলেছে। পরপর দুটি বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর আশা করছে ইংল্যান্ড। এখন দেখার বিষয়, হ্যারি ব্রুক সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কতটা সফল হন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।