ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সিডনি সিক্সার্সে বিরাট কোহলি—ভাইরাল পোস্টের আসল সত্য জানা গেল পরে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, এপ্রিল ১, ২০২৫
সিডনি সিক্সার্সে বিরাট কোহলি—ভাইরাল পোস্টের আসল সত্য জানা গেল পরে! সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এর তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে রীতিমতো হৈচৈ ফেলে দেয়। পোস্টটিতে ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির ছবি দিয়ে জানানো হয় যে, তিনি দুই মৌসুমের জন্য সিক্সার্সে যোগ দিচ্ছেন!

কিন্তু ভক্তদের উন্মাদনার মধ্যেই ফ্র্যাঞ্চাইজি পরিষ্কার করে জানিয়ে দেয়—এটি ছিল ১ এপ্রিলের এপ্রিল ফুলস ডে'র ঠাট্টা।

আসলে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো তাদের পুরুষ ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়নি।

আইপিএলে দুর্দান্ত ফর্মে কোহলি

এদিকে, বিরাট কোহলি এখন রয়েছেন আইপিএল ২০২৫-এর ব্যস্ত সূচিতে। বুধবার তিনি মাঠে নামবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে, যেখানে প্রতিপক্ষ শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।

আরসিবি এখন পর্যন্ত দারুণ ফর্মে রয়েছে। দুই ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। প্রথম ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারায়, এরপর চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে পরাজিত করে।

৩৬ বছর বয়সী কোহলি গত বছর আইপিএলে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। চলতি আসরেও দুর্দান্ত শুরু করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে ৯০ রান করেছেন, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৫৯ রানের ইনিংস ছিল।

‘কোহলি যদি বিগ ব্যাশ খেলতেন!’

বিগ ব্যাশ লিগ নিয়ে ২০২২ সালে একবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “কল্পনা করুন, যদি বিরাট কোহলি সিডনি সিক্সার্সের হয়ে খেলেন, তাহলে কেমন দর্শক সমাগম হবে! বিগ ব্যাশ ইতোমধ্যেই দারুণ কাজ করেছে, তবে আরও বড় পর্যায়ে যেতে হলে ভারতীয় তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে হবে। ”

যদিও বর্তমানে কোহলির বিগ ব্যাশে খেলার কোনো বাস্তব সম্ভাবনা নেই, তবে সিডনি সিক্সার্সের মজার পোস্ট থেকেই বোঝা যায়, ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর জনপ্রিয়তা কতটা বিস্তৃত!

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।