ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল/

অভিষেকেই রেকর্ড গড়ে মুম্বাইকে জেতালেন তরুণ ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
অভিষেকেই রেকর্ড গড়ে মুম্বাইকে জেতালেন তরুণ ভারতীয় পেসার অশ্বিনী কুমার/সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেকে রেকর্ড গড়লেন অশ্বিনী কুমার। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে মাত্র ২৪ রানে ৪ উইকেট তুলে নেন।

 

সেই সঙ্গে সপ্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

কুমারের দুর্দান্ত বোলিং ও গোটা দলের দারুণ পারফরম্যান্সের ফলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা মাত্র ১১৬ রানে অলআউট হয়। মুম্বাই ইন্ডিয়ান্স এই সহজ লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে এবং ৭ ওভারের বেশি বাকি থাকতেই পেরিয়ে যায়।

 রেকর্ড গড়া বোলিং পারফরম্যান্স
আইপিএল ইতিহাসের চতুর্থ সেরা অভিষেক বোলিং স্পেল উপহার দেন অশ্বিনী কুমার। তার শিকারের তালিকায় ছিলেন কলকাতা অধিনায়ক অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে এবং বিধ্বংসী আন্দ্রে রাসেল। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই তরুণ পেসার।

ম্যাচ শেষে কুমার বলেন, "আমি দুপুরে কিছু খাইনি, শুধু একটা কলা খেয়েছিলাম। কিছুটা চাপ অনুভব করছিলাম, তাই ক্ষুধা পাচ্ছিল না। তবে ভালো খেলেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। "

অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার বোলারের প্রশংসা করে বলেন, "আমরা জানতাম, এই উইকেটে অশ্বিনী কার্যকরী হবে। এর পুরো কৃতিত্ব আমাদের স্কাউটিং টিমের। তারা ওকে খুঁজে বের করেছে। অনুশীলন ম্যাচেই ওর লেট সুইং, উইকেট থেকে সাহায্য নেওয়ার দক্ষতা ও ভিন্নধর্মী অ্যাকশন আমাদের নজরে পড়েছিল। তাছাড়া ও একজন বাঁহাতি, যা আমাদের জন্য বাড়তি সুবিধা হয়ে দাঁড়িয়েছে। "

অশ্বিনী কুমারের দুর্দান্ত বোলিংয়ের পর দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটন ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স উপহার দেন। মাত্র ৪১ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল পাঁচটি বিশাল ছক্কা।

অন্যদিকে, সূর্যকুমার যাদব মাত্র ৯ বলে ২৭ রান করে জয়ের কাজটি সহজ করে দেন। তার বিধ্বংসী ইনিংসে ছিল একের পর এক চমৎকার স্ট্রোক।

মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এটি ছিল চলতি আইপিএল মৌসুমের প্রথম জয় এবং সেই জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ইতিহাস গড়লেন অশ্বিনী কুমার।

বাংলাদেশ সময়ছ ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।