ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই জরিমানা গুনলেন হার্দিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই জরিমানা গুনলেন হার্দিক হার্দিক পান্ডিয়া/সংগৃহীত ছবি

আইপিএলে ফেরার ম্যাচটা স্মরণীয় করতে চেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন হলো—জয়ের স্বাদ পেলেন না, বরং হারের সঙ্গে যোগ হলো আরও এক দুঃসংবাদ।

গেল মৌসুমে ধীরগতির ওভাররেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন হার্দিক, যার ফলে এবারের আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এবারও একই ভুল করলেন, আর তার শাস্তি হিসেবে গুনতে হলো ১২ লাখ রুপি জরিমানা।

গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৬ রানে হারের ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হয় মুম্বাই। ফলে আইপিএল কর্তৃপক্ষ হার্দিককে এই জরিমানা করে। ফেরার ম্যাচে বল হাতে ২৯ রানে ২ উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ, করেছেন মাত্র ১১ রান।

হার্দিকের জন্য চিন্তার বিষয় হলো, আবারও এমন ঘটলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বেন তিনি। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে ধীরগতির ওভাররেটের কারণে অধিনায়করা ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট পাবেন। এই পয়েন্ট তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে, আর চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন সংশ্লিষ্ট অধিনায়ক।

এখন হার্দিককে সতর্ক থাকতে হবে, না হলে আবারও মাঠের বাইরে বসে থাকতে হতে পারে তাকে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।