ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

খেলা

শুরু হচ্ছে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২২

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, সেপ্টেম্বর ২৪, ২০২২
শুরু হচ্ছে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২২

গত সাত বছর ধরে বাংলাদশ স্পোর্টস প্রেস অ্যাসাসিয়শন (বিএসপিএ) সদস্যদর জন্য আয়োজন করছে স্পোর্টস কার্নিভালের। গত পাঁচ বছরের মতা এবারও এই আয়াজনের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।

 

এবার ১০টি ডিসিপ্লিন মোট ১৪টি ইভট অংশ নবন বিএসপিএ’র শতাধিক সদস্য। এবার স্পোর্টস কার্নিভালে থাকছে ক্যারম একক ও দ্বৈত, টবিল টনিস একক ও দ্বৈত, ব্যাডমিটন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টায়টি নাইন।  এছাড়া নারী সদস্যরা লুডু ইভন্টে অংশ নিবন। সবক’টি খলাই অনুষ্ঠিত হব বঙ্গবন্ধু জাতীয় স্টডিয়াম ও এর সংলগ বিভিন্ন ভেন্যুতে।

আগামীকাল (২৫ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড় ১১টায় পল্টন শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়াম টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এই আসর।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।