ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

টোকিও অলিম্পিকের মশাল হাতে নিচ্ছেন না সবচেয়ে বয়স্ক ব্যক্তি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, মে ৫, ২০২১
টোকিও অলিম্পিকের মশাল হাতে নিচ্ছেন না সবচেয়ে বয়স্ক ব্যক্তি

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ১১৮ বছরের জাপানিজ নারী সিদ্ধান্ত নিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের মশাল তিনি হাতে নেবেন না। মহামারি করোনা ভাইরাসের কারণে এমনটি জানিয়েছেন তিনি।

বুধবার কেন তানাকা নামের সেই ব্যক্তির নার্সিং হোম থেকে এক অফিসিয়াল জানায়, এই ইভেন্ট নিয়ে দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে। আরও একবার লকডাউনের চিন্তা করা হচ্ছে।

গিনেস রেকর্ডধারী তানাকা দক্ষিণ জাপানের ফুকুওকা অঞ্চলের বাসিন্দা। তিনি অলিম্পিকের মশাল হাতে নেওয়াদের মধ্যে অন্যতম ছিলেন। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ইতোমধ্যে অপরাগতা জানিয়েছেন তিনি।

টোকিও অলিম্পিক মূলত ২০২০ সালে হওয়ার কথা ছিল। তবে করোনার ভয়াবহতায় তা এক বছর পিছিয়ে যায়। এ বছরে ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়া কথা ইভেন্টটি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।