ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্রিকেট লীগ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মার্চ ৯, ২০২১
কিশোরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্রিকেট লীগ উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান -১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

বুধবার (১০ মার্চ) থেকে এ ক্রিকেট লীগ শুরু হবে। লীগের স্পন্সর প্রতিষ্ঠান ‘এক্সপো’।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, প্রাক্তন ক্রিকেটার লাক্কু নন্দীসহ অনেকে।  

এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৬টি দলের দলনেতারা উপস্থিত ছিলেন। ৯ মার্চ জিল্লুর রহমানের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।