ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, সেপ্টেম্বর ৩০, ২০২০
ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। ক্লে-কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম আসরটির তিনবারের চ্যাম্পিয়ন অ্যাকিলিস ইনজুরিতে ভুগছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার কথা ছিল ৩৯ বছর বয়সী এই তারকার। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন বুলগেরিয়ার সেভেতনা প্রিঙ্কোভা।

চোটের কারণে সরে দাঁড়ানোর ফলে নারী এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ে আরও অপেক্ষা করতে হবে সেরেনাকে। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে এখনও শীর্ষে রয়েছেন কিংবদন্তি মার্গারেট কোর্ট। সেরেনা জিতেছেন ২৩টি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।