ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, আগস্ট ১৯, ২০২০
অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটার করোনায় আক্রান্ত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারদের প্রথম ধাপের করোনা পরীক্ষায় কেউ পজিটিভ না হলেও দ্বিতীয় ধাপের পরীক্ষায় একজনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। সেই একজন হলেন যুবার ক্রিকেটার ইফতেখারুল ইসলাম ইফতি।

বুধবার (১৯ আগস্ট) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। করোনা আক্রান্ত ইফতিকে আপাতত অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে রাখা হবে বলে জানান তিনি।

আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে শুরু হবে প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পকে সামনে রেখে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে।

তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। তবে ক্যাম্পে যোগ দেওয়ার আগে সবাইকে করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম গ্রুপের ১৫ জন ক্রিকেটারদের সবার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে। সোমবার সবাই ক্যাম্পের জন্য বিকেএসপিতে চলে গেছেন। দ্বিতীয় ধাপে একজন ছাড়া বাকি সবার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তৃতীয় ধাপে বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাকে বিসিবির অধীনে অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে রাখা হবে।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএইচএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।