ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

মাতাল অবস্থায় গাড়িয়ে চালিয়ে গ্রেপ্তার আর্থার মেলো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, আগস্ট ১৮, ২০২০
মাতাল অবস্থায় গাড়িয়ে চালিয়ে গ্রেপ্তার আর্থার মেলো আর্তুর মেলো

বেশিদিন হয়নি আর্থার মেলো বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছেন। তবে নতুন ঠিকানায় যাওয়ার আগে ‘অনৈতিক’ কাজের জন্য শিরোনাম হয়েছেন ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

 

মাতাল অবস্থায় স্পেনের অঙ্গরাজ্য কাতালুনিয়ায় নিজের ফেরারি গাড়ি নিয়ে বেরিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন মেলো। মাতাল অবস্থায় নিজের গাড়ি তুলে দেন ফুটপাতে। এই অপরাধের জন্য সোমবার (১৭ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

ক্রীড়ামাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানায়, এই দুর্ঘটনায় অন্য কেউ জড়িত ছিল না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মেলোর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, মেলোর ওপর ঘটনাস্থলেই অভিযোগ আনা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার ওপর যেকোনো সময় আদালত সমন জারি করতে পারে।  

আগামী সপ্তাহে অর্থাৎ ২৫/২৬ আগস্ট বার্সেলোনা ছেড়ে জুভদের নতুন কোচ আন্দ্রে পিরলোর অধীনে প্রাক-মৌসুমের অনুশীলনে যোগ দেওয়ার জন্য তুরিনে যাওয়ার কথা মেলোর। বর্তমানে তিনি ক্যাম্প ন্যুয়ের কর্মকর্তাদের কাছ থেকে বৈধ ছাড়পত্রের কাগজপত্রের অপেক্ষায় আছেন। এসব আনুষ্ঠানিক কাজকর্ম শেষ করে ইতালির উদ্দেশে উড়াল দেবেন ব্রাজিলিয়ান তারকা।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।