ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

বার্সার কোচের পদ থেকে বরখাস্ত সেতিয়েন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, আগস্ট ১৮, ২০২০
বার্সার কোচের পদ থেকে বরখাস্ত সেতিয়েন

অবশেষে গুঞ্জনটাই সত্য হলো। বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে কিকে সেতিয়েনকে।

এমনটি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা।

এর আগে, গত জানুয়ারিতে মেসি-সুয়ারেসদের দায়িত্ব নেন সেতিয়েন। কিন্তু কোনো সফলতাই পায়নি দলটির হয়ে।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপাহারানোর পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ভরাডুবি হয় বার্সার। পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে কাতালানরা ৮-২ব্যবধানে বিধ্বস্ত হয় বায়ার্ন মিউনিখের হাতে। এরপরই মূলত সেতিয়েনের ভাগ্য লেখা হয়ে যায়।

মাঝে আতলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে শিরোপাও খোয়ায় বার্সা।

এদিকে আরো এক বছর মেয়াদ থাকতেই ক্লাব ছাড়তে হলো সেতিয়েনকে।  

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।